রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নতুন করে করোনা রোগী ভর্তির সংখ্যা আগের তুলনায় কিছুটা কমেছে। তবে আইসিইউ’র প্রতি বেডের জন্য অপেক্ষায় আছেন অন্তত ১০ জন করে রোগী।
সবশেষ তথ্য অনুযায়ী কুর্মিটোলায় ভর্তি আছেন ২৭৪ জন রোগী। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১৬ জন।
গত ২৪ ঘণ্টায় আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছেন ৩৬ জন। তবে এক সপ্তাহের মধ্যে খালি হয়নি কোনো আইসিইউ বেড। এছাড়া করোনা পরীক্ষার জন্য ভোর থেকে এসে লাইনে দাঁড়িয়েছেন অনেকে। কুর্মিটোলায় করোনা টিকার ২য় ডোজের টিকা নিতে আসা মানুষের ভিড়ও ছিলো চোখে পড়ার মতো।
এদিকে মহাখালী ডিএনসিসি করোনা আইসোলেশন সেন্টারে ১৭২ জন ভর্তি রয়েছেন। এখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৮ দিনে ৬৪ জন মারা গেছে। আরও রোগী এলেও তাদের ভর্তি করার প্রস্তুতি আছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
Leave a reply