সোনাইমুড়ীতে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২

|

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নে অভিযান চালিয়ে দুই যুবককে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি পাইপগান, এক রাউন্ড কার্তুজ ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

মঙ্গলবার সকালে তাদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছেন উপজেলার আবিরপাড়া গ্রামের নূর উদ্দিনের ছেলে কামাল হোসেন (২২) ও তথারখিল গ্রামের জয়নাল আবেদীনের ছেলে ফরহাদ হোসেন (২৩)।

পুলিশ জানায়, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারের নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার গভীর রাতে বটগ্রাম-আবিরপাড়া সড়কের আবিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চেক পোস্ট বসানো হয়। আমিন বাজারগামী একটি মোটরসাইকেলকে দাঁড়ানোর সংকেত দিলে মোটরসাইকেল রেখে কামাল ও ফরহাদ পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ ধাওয়া করে তাদের আটক করে। পরে ফরহাদের শরীরে তল্লাশি চালিয়ে একটি পাইপগান ও একটি কার্তুজ উদ্ধার করা হয়। জব্দ করা হয় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও।

সোনাইমুড়ী থানার ওসি মো. গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply