রাজধানীতে চলছে ঢিলেঢালা লকডাউন। গণপরিবহন না থাকলেও সড়কে ব্যক্তিগত গাড়ি’সহ প্রায় সব ধরনের যানবাহন চলছে। সড়কে মানুষের চলাচলও অনেক।
রাজধানী জুড়ে গাড়ির চাপ, মানুষের চাপ, সিগন্যালে গাড়ির জট সবকিছুই আছে। সড়কে শুধু বাস ছাড়া সব পরিবহনই চলাচল করছে। দোকানপাট-মার্কেট খোলা থাকায় সড়কে গাড়ির চাপও বেশি। চেকপোস্টে নেই পুলিশি টহল। রাস্তায় নামা অধিকাংশ মানুষ মাস্ক পরে বের হয়েছেন। সংক্রমণ বাড়ায় মানুষ আরো বেশি সর্তক হয়ে চলাফেরা করছেন বলে জানান পথচারীরা। চলাচল নিয়ন্ত্রণে চেকপোস্ট থাকলে সেখানে পুলিশ নেই। বেশ কিছু সড়কে চেকপোস্টও বন্ধ করে দেয়া হয়েছে। দু-এক জায়গায় থাকলেও সেখানে তেমন একটা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না।
এদিকে আরও এক সপ্তাহ লকডাউন বাড়ানোর বিষয়ে আজই প্রজ্ঞাপন হতে পারে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।
Leave a reply