মে মাসে আসতে পারে ৪০ লাখ ডোজ ‘স্পুটনিক-ভি’

|

মে মাসে আসতে পারে ৪০ লাখ ডোজ 'স্পুটনিক-ভি'

রাশিয়ার ভ্যাকসিন ‘স্পুটনিক ভি’ বাংলাদেশে জরুরি ব্যবহারের জন্য অনুমতি দিয়েছে ঔষুধ প্রশাসন অধিদফতর। দুপুরে এই অনুমতির কথা জানিয়েছেন ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান।

মে মাসের মধ্যেই ৪০ লাখ ডোজ ভ্যাকসিন বাংলাদেশে আসবে বলেও জানিয়েছেন তিনি। এর আগে জাতীয় জাতীয় বিশেষজ্ঞ কমিটির করা সুপারিশের কথা জনান স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার সকালে মহাখালীতে ভ্যাকসিনসহ করোনা পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং-এ স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারত থেকে ভ্যাকসিন পাওয়ার অনিশ্চয়তায় চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ করা হচ্ছে।

মন্ত্রী জানান, অক্সিজেন নিয়ে উদ্বেগের কিছু নেই। ছোট ছোট অক্সিজেন প্লান্ট বসানোর পরিকল্পনা করছে সরকার। তবে করোনা রোগী কয়েকগুণ বেড়ে গেলে অক্সিজেন সংকট দেখা দিতে পারে। এজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান মন্ত্রী। বলেন, টিকার জন্য ভারতকে অনুরোধ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অনুরোধ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রীকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply