যেখানেই পাবে সেখান থেকেই টিকা নেবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

|

ডি-এইট সম্মেলনে রোহিঙ্গা ইস্যুতে নিন্দা প্রস্তাব উত্থাপন করবে বাংলাদেশ

কারও কাছে ‘দাসখত’ দেয়া নেই, যেখান থেকে পাবে টিকা নেবে বাংলাদেশ। সরকারের এই অবস্থানের কথা স্পষ্ট করে জানালেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

মঙ্গলবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র থেকেও অ্যাস্ট্রাজেনেকার টিকা আনার জন্য চিঠি পাঠিয়েছে ঢাকা।

তবে দু’সপ্তাহের আগে কোন টিকা দেশে আসছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব। তিনি জানান, কোন কোম্পানির মাধ্যমে নয়, রাশিয়া থেকে সরাসরি ভ্যাকসিন কিনছে সরকার।

এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রীর উদ্যোগে দক্ষিণ এশিয়া-চায়না কোভিড ইমার্জেন্সি মেডিকেল ফ্যাসিলিটিজ নিয়ে বৈঠকের পর মন্ত্রী আরও জানান, এতে ভারতকেও অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে বেইজিং।

চীনের উদ্যোগে দক্ষিণ এশিয়ার পাঁচ দেশ- বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল ও শ্রীলংকার পররাষ্ট্র মন্ত্রীদের ভার্চুয়াল বৈঠক হয়। জরুরি চিকিৎসা সরঞ্জাম মজুদ আর করোনা পরবর্তী দারিদ্র্য বিমোচন নিয়ে আলোচনা করেন তারা। বৈঠকে চীনের কাছ থেকে দ্রুত টিকা চায় বাংলাদেশ। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন না থাকায়, অনেক কিছু বাংলাদেশকেও খতিয়ে দেখতে হচ্ছে বলে জানান মন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply