শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডের প্রস্তুতি শুরু ২ মে: আকরাম খান

|

দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন রয়েছে শ্রীলঙ্কাতে। প্রথম টেস্ট ড্র করেছে। ২৯ এপ্রিল সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই দলের ক্রিকেটাররা। এর মধ্যেই সামনের মাসে শ্রীলঙ্কা দলের সাথে তিন ওয়ানডে খেলার প্রস্তুতি নিয়ে ফেলেছে বিসিবি। প্রাথমিকভাবে সিলেক্ট করা হয়ে গেছে দলও। বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান যমুনা টেলিভিশনকে জানিয়েছে, তারা একটি ওয়ানডে স্কোয়াডও তৈরি করে ফেলেছেন লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে। খুব দ্রুতই সেই দল নিয়ে অনুশীলন শুরু করবে বিসিবি।

আকরাম বলেন, যে সব ক্রিকেটার দেশে আছেন তাদের নিয়ে আগামী ২ মে থেকে অফিসিয়ালি শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের অনুশীলন শুরু হয়ে যাবে। টেস্ট দলে যারা খেলছে তাদের মধ্যে যারা ওয়ানডে স্কোয়াডে থাকবে তারা দেশে ফিরে দুই একদিন বিশ্রাম নিয়ে দলের অনুশীলনে যোগ দিবে। ইদের ছুটির পর পুরো দমে প্র্যাকটিস শুরু হবে ওয়ানডে দলের।

এছাড়াও অস্ট্রেলিয়ার সাথে টি-টোয়েন্ট সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। প্রথমে তিন ম্যাচের সিরিজ খেলার কথা থাকলেও বিসিবি অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডকে অনুরোধ করেছেন ৫ ম্যাচের সিরিজ খেলার জন্য। এ বিষয়ে আকরাম বলেন, করোনা পরিস্থিতি ঠিক থাকলে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply