ভারতে করোনার ভয়াবহতার মধ্যেও বন্ধ হয়নি কুম্ভ মেলা। পুলিশি পাহাড়ায় ভিড় কিছুটা কমলেও ঠেকানো যাচ্ছে না অতি উৎসুকদের। তারা বলছেন, প্রকোপ থেকে রক্ষায় বিশ্বাসের জায়গা থেকে গঙ্গায় ডুব দিচ্ছেন তারা। শুরু থেকেই অভিযোগ ছিলো-কুম্ভ মেলায় স্বাস্থ্য বিধি না মেনে লাখ লাখ মানুষের সমাগমের কারণে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে পরিস্থিতি।
লাখো মানুষের এক সাথে গঙ্গা স্নান ঘিরে সমালোচনা কম হয়নি ভারতের কুম্ভ মেলার আয়োজকদের। হঠাৎ করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার জন্য একে দায়ি করছেন কেউ কেউ। নানা সমালোচনার মুখেও এখনও দিব্বি চলছে ধর্মীয় এই উৎসব। যদিও কিছুটা কমেছে ভিড়। প্রশাসন বলছে, কোন ভাবেই ঠেকানো যাচ্ছে না অতি উৎসুক তীর্থ যাত্রীদের। মহামারিকে তোয়াক্কাই করছেন না তারা।
Leave a reply