পারস্য উপসাগরীয় এলাকায় মুখোমুখি অবস্থানে ইরান ও মার্কিন যুদ্ধজাহাজ

|

পারস্য উপসাগরীয় এলাকায় মুখোমুখি অবস্থানে ইরান ও মার্কিন যুদ্ধজাহাজ

পারস্য উপসাগরীয় এলাকায় আবারও উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। মঙ্গলবার এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনীর দাবি, তাদের ঘাঁটির কাছাকাছি জলসীমায় অবস্থান নিয়েছিলো ইরানের জাহাজ।

বলা হয়, সোমবার যুক্তরাষ্ট্রের নৌ বাহিনীর জাহাজের প্রায় মুখোমুখি অবস্থানে পৌঁছে যায় ইরানি রেভল্যুশনারি গার্ডের তিনটি জাহাজ। এসময় তাদের সতর্ক করে তিনটি গুলি ছোড়ে মার্কিন নৌ সেনারা। হুঁশিয়ারি সংকেতের পর জাহাজগুলো নিরাপদ দূরত্বে চলে যায়।

মার্কিন সেনাদের দাবি, কোনো সংঘাতে জড়াতে চায়নি তারা। ইরানের আসল উদ্দেশ্য সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না বলে জানান কর্মকর্তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply