বিশ্বের সবচেয়ে দামি কোচ এখন জুলিয়ান নাগেলসমান। আরবি লাইপজিগ থেকে রেকর্ড ২৫ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দিয়ে ৩৩ বছর বয়সি এই জার্মান কোচের সাথে চুক্তি করেছে বায়ার্ন মিউনিখ।
মৌসুম শেষে জার্মানির দায়িত্ব নিতে বায়ার্নের কোচের পদ ছাড়ছেন হান্সি ফ্লিক। তার উত্তরসূরী হিসেবে জুলিয়ান নাগেলসমানকে দলে নিলো বায়ার্ন। আরবি লাইপজিগের সাথে আরও দুই মৌসুমের চুক্তি বাকি থাকায় ট্রান্সফার ফি’র এই রেকর্ড মূল্য দিতে হচ্ছে বাভারিয়ানদের। সাবেক ডিফেন্ডার নাগেলসমানের সার্ভিস পেতে চেয়েছিলো ইংলিশ ক্লাব টটেনহ্যামও। কিন্তু মিউনিখে পরিবার নিয়ে থিতু হওয়া এই কোচ চুক্তি করে বায়ার্নের সাথে।
এরআগে, সবচেয়ে দামি কোচ ছিলেন আন্দ্রে ভিলাস বোয়াস। ২০১১ সালে পোর্তো থকে ১৫ মিলিয়ন ট্রান্সফার ফি দিয়ে এই পর্তুগিজ কোচকে দলে ভিড়িয়েছিল চেলসি।
Leave a reply