বাংলাদেশে প্রবেশে স্বাস্থ্যবিধি মানছে না ভারতের পণ্যবাহী ট্রাকচালকরা। মাস্ক ছাড়াই থাকছেন, ঘোরাফেরা করছেন। এতে মারাত্মক করোনা ঝুঁকিতে রয়েছে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল। যদিও বন্দর সংশ্লিষ্টদের দাবি স্বাস্থ্যবিধি মেনেই সব কার্যক্রম চলছে।
সীমান্ত বন্ধ থাকলেও স্বাভাবিক রয়েছে আমদানি-রফতানি। তাই বেনাপোল স্থলবন্দরে প্রতিদিনই পণ্যবাহী ট্রাক নিয়ে আসা-যাওয়া লেগেই রয়েছে ভারতীয়দের। অথচ স্বাস্থ্যবিধি মানছে না তারা।
স্থলবন্দরে আসার পর অনেকেই থাকছেন, হাট-বাজার করছেন, আড্ডা দিচ্ছেন। কেউ কেউ চলে যাচ্ছেন লোকালয়ে। অথচ মুখে মাস্ক নেই বেশিরভাগ ভারতীয় চালকেরই।
এ অবস্থায় চরম স্বাস্থ্যঝুঁকিতে বেনাপোল স্থলবন্দর এলাকা। বেশি উদ্বেগ আর আতঙ্কে বাংলাদেশি শ্রমিকরা। বন্দর কর্তৃপক্ষের জোড়ালো পদক্ষেপ চাইছেন তারা।
বন্দরের স্বাস্থ্যবিধি নিশ্চিতে আনসারসহ নিরাপত্তাবাহিনীর মাধ্যমে টিম গঠন করা হয়েছে বলে জানালেন বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক।
উল্লেখ্য, ভারতে সংক্রমণ বাড়ায় গত সোমবার (২৬ এপ্রিল) থেকে ১৪ দিনের জন্য বন্ধ আছে দু’দেশের সীমান্ত।
Leave a reply