Site icon Jamuna Television

কলসিন্দুরের সাবিনার পরিবারকে ৫ লাখ টাকা সহায়তা

প্রয়াত কিশোরী ফুটবলার সাবিনা ইয়াসমিনের পরিবারকে পাঁচ লাখ টাকার সঞ্চয়পত্র দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ২৬ সেপ্টেম্বর প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়ে মারা যান এই কিশোরী। ময়মনসিংহের ধোবাউড়ার কলসিন্দুরের মেয়ে ছিলেন সাবিনা ইয়াসমিন। গত ডিসেম্বরে ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী দলে ডাক পেয়েছিলেন সাবিনা। তবে তাঁর সেই আশা আর পুরণ হয়নি। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঁচ লাখ টাকার চেক তুলে দেয়া হয়েছে- মা বেগম জমিলা খাতুনের হাতে।

Exit mobile version