প্রথম চন্দ্রাভিযানের নভোচারী মাইকেল কলিন্স আর নেই

|

পৃথিবীর প্রথম চন্দ্রাভিযানের নভোচারী মাইকেল কলিন্স আর নেই।ক্যান্সার আক্রান্ত ছিলেন। গতকাল বুধবার (২৮ এপ্রিল) ৯০ বছর বয়সে মারা যান তিনি।

টুইটারে মহাকাশচারীর অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে পরিবার জানায়, বরাবরই ভদ্রতা আর নমনীয়তার সাথে জীবনের সব চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন মাইক। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তেমনই ছিলেন।

চাঁদের বুকে মানুষ প্রথম পা রাখে ১৯৬৯ সালের ২০ জুলাই। নীল আর্মস্ট্রং এবং বাজ অলড্রিন যখন চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেন তখন উপগ্রহের চারপাশে মূল মহাকাশযান কমান্ড মডিউল ‘কলাম্বিয়া’ নিয়ে একা চক্কর দিচ্ছিলেন মাইকেল কলিন্স। টানা আট দিন মহাকাশে কাটিয়ে ২৪ জুলাই পৃথিবীতে ফেরেন ইতিহাসখ্যাত তিন নভোচারী।

২০১৯ সালে অর্ধশত বছর পূর্ণ হয় যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ‘অ্যাপোলো-ইলেভেন’ অভিযানের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply