মিয়ানমারের দু’টি বিমান ঘাঁটিতে আক্রমণ চালালো অজ্ঞাত হামলাকারীরা। বৃহস্পতিবারের (২৯ এপ্রিল) এ হামলায় কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির তথ্য জানায়নি সেনাবাহিনী।
স্থানীয় সময় ভোরে মাগুয়ে শহরের বিমানঘাঁটিতে তিনটি জোরালো বিস্ফোরণ হয়। দেড় ঘণ্টার ব্যবধানে মেইকতিলায় অবস্থিত দেশের প্রধান বিমানঘাঁটিতে ৫টি রকেট ছোঁড়া হয়। নিজস্ব গণমাধ্যম ডেল্টা নিউজ এজেন্সি দুটি হামলার খবর প্রকাশ করে।
গত মঙ্গল ও বুধবার থাইল্যান্ড সীমান্তবর্তী কয়েকটি সেনাঘাঁটি এবং তল্লাশি চৌকি দখলের দাবি জানিয়েছে কারেন বিদ্রোহীরা। তারা অঞ্চলটিতে টহল দিচ্ছে।
ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর থেকে সৃষ্ট সহিংসতায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৭৬০ জনের বেশি; বন্দি ৩ হাজারের মতো মানুষ।
Leave a reply