জোড়া সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে লঙ্কানরা

|

পাল্লেকেলেতে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে বড় সংগ্রহের পথে শ্রীলঙ্কা। দিন শেষে বাংলাদেশের একমাত্র সাফল্য অধিনায়ক করুনারত্নের উইকেট।

প্রথমদিনে ১ উইকেটে ২৯১ রানের বড় সংগ্রহ গড়েছে শ্রীলঙ্কা। জোড়া সেঞ্চুরি করেছেন দুই ওপেনার দিমুথ করুনারত্নে ও লাহিরু ত্রিমান্নে। করুনারত্নে ১১৮ রান করে আউট হলেও দিনশেষে ত্রিমান্নে অপরাজিত আছেন ১৩০ রানে। একমাত্র উইকেটটি নিয়েছেন অভিষিক্ত পেসার শরিফুল ইসলাম।

পাল্লেকেলেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কার অধিনায়ক করুনারত্নে। ব্যক্তিগত ৮ রানেই নিজের পাঁচ হাজার টেস্ট রান পূর্ণ করেন তিনি। ব্যক্তিগত ২৮ রানে তাসকিনের বলে ক্যাচ দিয়ে বেঁচে যান করুনারত্নে। বিনা উইকেটে ৬৬ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় শ্রীলঙ্কা।

বিরতির পর করুনারত্নে-থ্রিমান্নে দুই ওপেনারই ফিফটি তুলে নেন। পরের সেশনে ১২২ রান তুলে নেন দুই ব্যাটসম্যান। করুনারত্নে তুলে নেন ক্যারিয়ারের দ্বাদশ সেঞ্চুরি। ত্রিমান্নে হাঁকান তৃতীয় সেঞ্চুরি। আর ওসাধা ফার্নান্দো অপরাজিত আছেন ৪০ রানে।

সংক্ষিপ্ত স্কোর (১ম দিন শেষে)
টস : শ্রীলঙ্কা
শ্রীলঙ্কা ১ম ইনিংস : ২৯১/১ (৯০ ওভার)
থিরিমান্নে ১৩১*, করুনারত্নে ১১৮, ফার্নান্দো ৪০*
শরিফুল ৫১/১

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply