চীন থেকে সস্তা চিকিৎসা সরঞ্জাম কিনতে চাওয়ায় কর্মকর্তাকে হত্যার নির্দেশ কিম জং উনের

|

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপপরিচালককে মৃত্যুদণ্ডাদেশ দিলেন উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উন। পিয়ংইয়ঙের এক সরকারি হাসপাতালের জন্য চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতি সস্তায় চীন থেকে আমদানি করতে চেয়েছিলেন ওই কর্মকর্তা৷

চীন থেকে কেন সস্তা মেডিক্যাল সরঞ্জাম কিনতে চাওয়া হলো সে নিয়েই ক্ষিপ্ত কিম জং উন৷ গত ২৩ এপ্রিল এই খবর প্রকাশ করেছে সিওলের দৈনিক এনকে নামের এক সংবাদমাধ্যম৷ সংবাদমাধ্যমটি আরো জানায়, কিম জন উন গত অক্টোবর পর্যন্ত শেষ করার সময়সীমা বেঁধে দিলেও হাসপ্তালটির কাজ চলছিলোই।

বরাদ্দের সংকটের কারণেই মূলত ইউরোপ থেকে সরঞ্জাম না কিনে চীন থেকে কেনার উদ্যোগ নেয়া হয়েছিলো।

প্রতিবেশী সাউথ কোরিয়ার একটি প্রতিবেদনে অনুসারে, কিম জং উন চেয়েছিলেন চিকিৎসা সংক্রান্ত যন্ত্রাংশ ইউরোপ থেকে আসুক। এপ্রিলের শেষে চীন থেকে যন্ত্রাংশ আসার কথা ছিলো। এদিকে চীন থেকে যন্ত্রাংশ আনতে যে সরকারি কর্মকর্তা আগ্রহী হয়েছিলো তাকে ইতোমধ্যেই কিমের নির্দেশে তাঁকে হত্যা করা হয়েছে৷ মৃতের বয়স ছিলো ৫০ এর বেশি।

গত বছরের মার্চে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে কিম জং উন হাসপাতালের কাজ ছয় মাসের ভেতরে শেষ করার ঘোষণা দিয়েছিলেন কিন্তু কাজের বাকি ছিলো অনেকটা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply