ক্যান্ডিতে দ্বিতীয় দিনের প্রথম সেশনে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। শেষ খবর পর্যন্ত শ্রীলংকার স্কোর ৪ উইকেটে ৩৩৪ রান।
আগের দিনের সেঞ্চুরিয়ান লাহিরু ত্রিমান্নে ও ৪০ করা ওসাধা ফার্নান্দো শুরু করেন দিনের খেলা। তাসকিন আহমেদের পেসে দ্বিতীয় দিন টাইগাররা পায় প্রথম সাফল্য। ১৪০ রান করা ত্রিমান্নেকে লিটনের গ্লাভস বন্দি করেন তাসকিন। ৩১৩ রানে দ্বিতীয় উইকেট হারায় শ্রীলংকা।এরপর অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুস মাত্র ৫ রান করে তাসকিনের দ্বিতীয় শিকারে পরিণত হন। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ধনঞ্জয়া ডি সিলভাও থিতু হতে পারেননি। ২ রান করে তাইজুলের স্পিনে কাটা পড়েন এই অলরাউন্ডার। ৩২৮ রানে চতুর্থ উইকেট হারায় লঙ্কানরা।
এর আগে ক্যান্ডিতে প্রথম দিন ১ উইকেটে ২৯১ রান করেছিলো শ্রীলংকা।
Leave a reply