আবারও আকাশে উড়লো বিশ্বের সবচেয়ে বড় বিমান ‘রক’। নির্মাতা প্রতিষ্ঠান স্ট্র্যাটোলঞ্চ জানায়, ক্যালিফোর্নিয়ার মোজেভ মরুভূমি থেকে যাত্রা শুরু করে এটি।
বিশ্বের বৃহত্তম এয়ারক্রাফট রক’র আয়তন একটি ফুটবল মাঠের চেয়ে বড়। দু’টি বিমান পাশাপাশি জুড়ে দিলে যেমন দেখতে হয়, রকও ঠিক তেমনি। তিনটি রকেট বহন, এমনকি প্রয়োজনে উৎক্ষেপণও করতে পারবে এটি। ৩৮৫ ফুট লম্বা উইংস্প্যান নিয়ে উঠতে পারে ৩৫ হাজার ফুট উচ্চতা পর্যন্ত।
২০১১ সালে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয় মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা পল অ্যালেনের হাত ধরে। পরবর্তীতে তার মৃত্যুর পর পরিবর্তন হয় মালিকানার। অবশ্য পলের পরিকল্পনা অনুযায়ীই চলে ‘রক’ এর কার্যক্রম।
ইউএইচ/
Leave a reply