হাফিজ সাঈদকে ‘সন্ত্রাসী’ ঘোষণা পাকিস্তানের

|

মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত হাফিজ সাঈদকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিলো পাকিস্তান। মঙ্গলবার প্রেসিডেন্ট মামনূন হোসাইন এ বিষয়ক অধ্যাদেশে সই করেন।

এরফলে, জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের কালো তালিকাভূক্ত ব্যাক্তি-চরমপন্থি সংগঠনের বিরূদ্ধে যেকোন সময় পদক্ষেপ গ্রহণ করতে পারবে নিরাপত্তা বাহিনী। অভিযুক্তদের দফতর সিলগালা করা ও ব্যাংক একাউন্ট জব্দ করার এখতিয়ার পাচ্ছে পুলিশ।

জাতীয় সন্ত্রাসবাদ বিরোধী অধিদফতর- NACTA বিবৃতিতে জানিয়েছে, এ নির্দেশনা বাস্তবায়নে তাদের সাথে একযোগে কাজ করবে স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়। গেলো ডিসেম্বরেই হাফিজ সাঈদ পরিচালিত দুটি দাতব্য সংগঠন- জেইউডি এবং এফআইএফ-কে অর্থায়নের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে প্রশাসন। ২০০৫ সালে ‘লস্কর-ই-তৈয়বা’কে নিষিদ্ধ করে জাতিসংঘ। আর ২০১৪ সালে ‘বিদেশী সন্ত্রাসবাদী সংগঠন’ হিসেবে আখ্যা দেয় যুক্তরাষ্ট্র।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply