ইউক্রেন ইস্যুতে টানাপোড়েনের মধ্যেই কৃষ্ণ সাগরে সামরিক মহড়া চালাচ্ছে রাশিয়া। শুক্রবার ভিডিও প্রকাশ করে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
তাতে দেখা যায়, আন্তর্জাতিক সমুদ্রসীমায় টহল দিচ্ছে রাশিয়ার বেশকিছু রণতরী। সেগুলো থেকেই ছোঁড়া হচ্ছে দূরপাল্লার রকেট ও ক্ষেপণাস্ত্র। সম্প্রতি ডোনবাস এলাকায় সহিংসতা ছড়ানোর জন্য পরস্পরকে দুষছে রাশিয়া ও ইউক্রেন।
এ ঘটনায় কিয়েভকে একতরফা সমর্থণ যোগাচ্ছে পশ্চিমা বিশ্ব। মস্কোর ওপর আরোপ করছে নানা অবরোধ-নিষেধাজ্ঞাও।
ইউক্রেনের অভিযোগ, ২০১৪ সাল থেকে রাশিয়ার আগ্রাসনে প্রাণ হারিয়েছেন ১৪ হাজারের বেশি মানুষ। সে বছরই গণভোটের মাধ্যমে ক্রাইমিয়ার নিয়ন্ত্রণ নেয় ভ্লাদিমির পুতিন সরকার।
Leave a reply