কিরগিজস্তান-তাজিকিস্তান সীমান্ত সংঘর্ষ, নিহত ৩১

|

কিরগিজস্তান-তাজিকিস্তান সীমান্ত সংঘর্ষ, নিহত ৩১

বির্তকিত জলসীমা ঘিরে সংঘাতে উত্তাল কিরগিজস্থান-তাজিকিস্তান সীমান্ত। শুক্রবার পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩১ জন, আহত দেড় শতাধিক।

গেলো বৃহস্পতিবার থেকেই তাজিকিস্তানের ভূখণ্ডে থাকা ‘ভাক্স নদীর’ পানি উত্তোলন ঘিরে চলছিলো উত্তেজনা।

স্থানীয়দের বাগযুদ্ধ, পাথর ছোড়াছুঁড়ি থেকে বিষয়টি গড়ায় সামরিক বাহিনীর গোলাগুলি পর্যন্ত। স্থলবেষ্টিত কিরগিজরা যেনো নদী থেকে পানি সংগ্রহ করতে না পারে; সেজন্য এলাকাটিতে রয়েছে সিসিটিভি এবং পর্যবেক্ষণ টাওয়ার। তা থেকেই গণ্ডগোলের সূত্রপাত। গোলাগুলির পাশাপাশি সীমান্তবর্তী অন্তত ২০টি ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, দোকানপাটে অগ্নিসংযোগ করা হয়। প্রাণ বাঁচাতে সীমান্ত অঞ্চল ছেড়েছেন প্রায় ১০ হাজারের মতো মানুষ।

এরইমাঝে অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছে রাশিয়া। গেলো ৩০ বছর ধরেই সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ দু’টির মূল সংকট- জলসীমা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply