প্রথম টেস্টে হতে হতেই হয়নি সেঞ্চুরি। প্রথম ইনিংসে তামিম আউট হয়েছিলেন ৯০ রানে। সেই ম্যাচের দ্বিতীয় ইনিংসেও তামিম ছিলেন দুর্দান্ত। ৭৪ রানে অপরাজিত ছিলেন। হয়তো বৃষ্টি না হলে সেই ম্যাচেই নিজের দশম সেঞ্চুরিটি করেই ফেলতেন তামিম ইকবাল। সেই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন শান্তও, কিন্তু রানের ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি তিনি। টানা দুই ইনিংসে আউট হয়েছেন শূন্যরান।
তবে তামিম শূন্য রানে আউট না হলেও ধরে রেখেছিলেন রানের ধারা। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে যেয়েও তামিম আবারও হতাশ করেছে জাতিকে। এবার ৯২ রানে আউট হয়ে নিজের দশম টেস্ট সেঞ্চুরি থেকে বঞ্চিত হলেন দেশ সেরা এই ওপেনার।
১৫০ বলে খেলা এই ইনিংসে তামিম বাউন্ডারি হাঁকিয়েছিলেন ১২ টি। ম্যাচের ৪৩ ওভারের দ্বিতীয় বলে জয়াবিক্রমের বলে আউট হয়ে মাঠ ছাড়েন তামিম। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ তিন উইকেটে ১৬৫ রান।
Leave a reply