সাতক্ষীরায় অস্ত্রসহ প্রতারক বাদশা মিয়া আটক

|

সাতক্ষীরা প্রতিনিধি:

নিজেকে কখনও ডাক্তার, কখনও প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তা, এলজিআরডি মন্ত্রণালয়ের ডিরেক্টর পরিচয় দিতেন। তাছাড়া ক্ষমতাসীন দলের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসাবে পরিচয় দিতেন। এছাড়াও বিভিন্ন মানুষকে টাকার বিনিময়ে চাকরিতে পদোন্নতি, চাকুরী পাইয়ে দেয়া এমনকি যেকোনো মামলার সুরাহা করে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে কোটি টাকা হাতিয়ে নেয়াসহ বিভিন্ন প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে সেই প্রতারক। শনিবার (১ মে) ভোর সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা শহরের বাইপাস সড়ক এলাকা থেকে অস্ত্রসহ তাকে আটক করে ডিবি পুলিশ।

আটক বাদশা মিয়া সাতক্ষীরা পলাশপোল এলাকার নূর ইসলামের ছেলে।

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ওসি ইয়াছিন আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতারক বাদশার মিয়াকে শহরের বাইপাস সড়ক এলাকা থেকে আটক করে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।  এ সময় তার স্বীকারোক্তিতে একটি অস্ত্র ও জাল জালিয়াতির কাগজপত্র উদ্ধার করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply