বালির নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

|

স্টাফ রিপোর্টার:

নেত্রকোণার দুর্গাপুরে তিন নম্বর বালুর ইজারা মহাল (বিরিশিরি হতে কেরণখলা) সখীর বালুর ঘাট এলাকায় বাংলা ড্রেজারে বালু উত্তোলনে গর্তের বালু চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ১১টার দিকে বিরিশিরি ইউনিয়নের কানিয়াইল গ্রামের এ শ্রমিক মারা যান। নিহত শ্রমিকের নাম সবুজ মিয়া (৩২) । সবুজ পৌরসভাস্থ খরস গ্রামের আব্দুস সাত্তারের পুত্র।

শ্রমিক নিহতের সত্যতা নিশ্চিত করেন দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মীর মাহবুব।

নিহতের চাচা নুরু মিয়া জানান, প্রতিদিনের মতো নিজের ড্রেজারে বালু তুলতে যান সবুজ মিয়া। বালু উত্তোলনের কারণে সৃষ্ট গর্তের উপরের অংশে দাঁড়িয়ে কাজ করতে ছিল। হঠাৎ উপরের বালুর স্তূপের অংশ নিচ দিকে ধসে পড়ে। এতে বালু চাপা পড়ে যান সবুজ।

এসময় তার চিৎকারে আশপাশের লোকজন দৌঁড়ে গিয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে পথিমধ্যে মারা যান। পরে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু নিশ্চিত করে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহনুর-এ আলম জানান, বালু ধসে শ্রমিক নিহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে ও সরকারী হাসপাতালে পুলিশ পাঠিয়েছি । ঘটনা তদন্ত পূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply