ডোজস্বল্পতার মধ্যেই ভারতে শুরু হলো ১৮ বছরের বেশি বয়সীদের টিকাদান

|

ডোজস্বল্পতার মধ্যেই শুরু হলো প্রাপ্তবয়স্ক ভারতীয়দের করোনার টিকাদান কর্মসূচি। ফলে ১৮ বছর থেকে ৪৪ বছর বয়সীরাও পাচ্ছেন ভ্যাকসিন।

মহারাষ্ট্র, রাজস্থান, উত্তর প্রদেশ, ছত্তিশগড়, গুজরাট ও ওড়িষায় শুরু হলো এ কার্যক্রম। অবশ্য সংকটের কারণে রাজ্যগুলোর বেশিরভাগ জেলায় আজ দেয়া যাচ্ছে না টিকা। রাজধানী নয়াদিল্লিসহ পশ্চিমবঙ্গ, কেরালা, তামিল নাড়ু, কর্ণাটক সরকার জানিয়ে দিয়েছে তাদের হাতে নেই পর্যাপ্ত ডোজ। সুতরাং, এ মুহুর্তে প্রাপ্তবয়স্ক সব ভারতীয়দের ভ্যাকসিন দেয়া অসম্ভব।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে, শুক্রবার রাত সাড়ে ৯টা পর্যন্ত ‘কো-উইন’ অ্যাপসে টিকা পাবার জন্য নিবন্ধন করেছেন পৌনে তিন কোটি মানুষ। এছাড়া, রাজ্যগুলোয় ১৬ কোটি ৩৩ লাখ ডোজ পাঠানোর কথাও জানিয়েছে কেন্দ্রীয় সরকার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply