আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন হত্যার ১০ বছর পার হলো। ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন অভিযানে নিহত হন এ সন্ত্রাসী নেতা। তবে আফগানিস্তান থেকে কীভাবে লাদেন পাকিস্তানে আশ্রয় নেন সেই রহস্যের মেলেনি স্পষ্ট সমাধান। এমনকি যুক্তরাষ্ট্র যেমন প্রত্যাশা করেছিল ততটা দুর্বলও হয়নি আল কায়েদা। এ অবস্থায় প্রশ্ন উঠেছে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার নিয়েও।
লাদেন হত্যার এক দশক পর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণা আগামী সেপ্টেম্বরের মধ্যে প্রত্যাহার হবে সব মার্কিন সেনা। তবে আল কায়েদা কিংবা এর সংশ্লিষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলো যে দুর্বল হয়েছে সে বিষয়ে স্পষ্ট কোনো বার্তা নেই ওয়াশিংটনের।
নাইন ইলেভেনে টুইন টাওয়ারসহ যুক্তরাষ্ট্রের একাধিক স্থানে হামলার জন্য দায়ী করা হয় আল কায়েদা এবং ওসামা বিন লাদেনকে। উঠে আসে তালেবান নেতা মোল্লা ওমরের নামও। ওই ঘটনার পর থেকে শুরু হয় যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধ।
Leave a reply