ঝিনাইদহে মেছো বাঘ আটক

|

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের হরিণাকুন্ডেু একটি বড়ো আকৃতির মেছো বাঘ আটক করেছে গ্রামবাসী। আজ (শনিবার) উপজেলার তাহেরহুদা ইউনিয়নের নারায়নকান্দি গ্রামের কয়েকজন ফাঁদ পেতে বাঘটি আটক করে। পরে স্থানীয়দের সহায়তায় বনবিভাগের কর্মকর্তাগন বাঘটিকে উদ্ধার করে পশু হাসপাতালে হস্তান্তর করে।

স্থানীয়রা জানান, অনেক দিন ধরে মেছো বাঘটি গ্রামে ঘোরাঘুরি করছিলো। এলাকার লোকজনের পোষা হাসঁ মুরগী, ছাগলের বাচ্ছা ধরে খাচ্ছিল। শনিবার গ্রামের লোকজন মাঠে বাঘটি ঘোরাফেরা করতে দেখে। এক সময় বাঘটি ছাগলের বাচ্ছা ধরার জন্য তাড়া করে। এসময় মাঠের মানুষ ফাঁদ পেতে বাঘটিকে আটক করে।

উপজেলা বন কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম জানান, এলাকাবাসী ফাঁদ পেতে বাঘটিকে আটক করার পর প্রহার করে। পরে একটি শিকল দিয়ে বেঁধে লোহার খাঁচায় আটকে রাখে। ফলে বাঘটি অসুস্থ্য হয়ে পড়ে। পরে স্থানীয়দের সহায়তায় বনবিভাগের কর্মকর্তাগন বাঘটিকে উদ্ধার করে পশু হাসপাতালে হস্তান্তর করে। বাঘটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাঘটি সুস্থ হলে রবিবার বনাঞ্চলে অবমুক্ত করা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply