দিল্লি: মহামারিতে অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যা করলেন ডাক্তার

|

মহামারি বিপর্যয়ে অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন এক ভারতীয় চিকিৎসক। দিল্লির একটি কোভিড হাসপাতালের আবাসিক ডাক্তার হিসেবে কর্মরত ছিলেন বিবেক রাই।

ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক প্রধান ড. রবি ওয়াংখেড়েকার এক টুইটবার্তায় জানান, মহামারির সময় শত শত মানুষকে সেবা দিয়েছেন বিবেক। তবে চোখের সামনে মৃত্যু দেখতে দেখতে অবসাদগ্রস্ত হয়ে পড়েন তিনি। মানসিক চাপ সইতে না পেরেই বেছে নেন আত্মহননের পথ।

এদিকে, একই দিন দিল্লির বাতরা হাসপাতালে অক্সিজেন ফুরিয়ে যাওয়ায় মৃত্যু হয়েছে এক চিকিৎসকসহ ১২ রোগীর। দুপুরে প্রায় দেড় ঘণ্টা অক্সিজেন ছাড়া কাটাতে হয় ২৩০ জন গুরুতর রোগীকে। আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন মৃতদের ৬ জন। অক্সিজেন ঘাটতিতে ভোগা রোগীর মৃত্যু সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের।

এ ঘটনায় ক্ষোভ জানিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ৯৭৬ টন অক্সিজেন প্রয়োজন হলেও মিলছে ৩১২ টন। একই হাসপাতালে সপ্তাহে দ্বিতীয়বারের মতো অক্সিজেন সরবরাহ ফুরিয়ে যাওয়ার ঘটনায় কেন্দ্রীয় সরকারের নিন্দা জানিয়েছে হাইকোর্ট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply