বিশ্বের প্রথম শততলা ভবনের ৯০ বছর পূর্তি

|

৯০ বছর পূর্ণ করলো নিউইয়র্কের বিখ্যাত এম্পায়ার স্টেট বিল্ডিং। ঐতিহ্যগত কারণে এখনও যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা আকর্ষণ বিশ্বের প্রথম এই শততলা ভবনটি।

১৯৩১ সালে নির্মিত হয় ১ হাজার ৪৫৪ ফুট উঁচু এই ভবনটি। ১০২ তলার নির্মাণকাজে মোট সময় লাগে মাত্র ১ বছর ৪৫ দিন। প্রায় ৪০ বছর বিশ্বের সর্বোচ্চ ভবনের মর্যাদা নিয়ে দাঁড়িয়ে ছিলো এম্পায়ার স্টেট বিল্ডিং।

১৯৭০ সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নির্মাণের পর ভাঙে সে রেকর্ড। পরবর্তীকালে নিউইয়র্কেই আরও ৬টি ভবন ছাড়িয়ে গেছে এম্পায়ার স্টেটের উচ্চতার। এখন বিশ্বে এরচেয়ে উঁচু ভবন আছে ৪০ টির বেশি। তবে নানা উৎসব- আয়োজনে এখনও জনপ্রিয়তার শীর্ষে এই প্রাচীন ভবনটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply