যুক্তরাষ্ট্রের সমুদ্র উপকূলে কোস্টগার্ডের চালানো অভিযানে সান ডিয়েগোয় প্রাণ হারালেন কমপক্ষে ৩ জন। রোববারের নৌকাডুবিতে আরও ২৭ জন আহত।
পুলিশ প্রশাসনের দাবি, ৪০ ফুট দীর্ঘ কেবিন ক্রুজারটি পাথরে ধাক্কা লেগে ভেঙ্গে যায়। ধারণের তুলনায় অতিরিক্ত যাত্রী ছিলো নৌযানটিতে। দুর্ঘটনায় পড়া মানুষদের অনুসন্ধানে বড় ধরণের অভিযান চালানো হয়। হেলিকপ্টারের মাধ্যমে গভীর সমুদ্রে তল্লাশি চালিয়ে ৭ জনকে জীবিত উদ্ধার করে।
এরইমধ্যে নৌযান চালককে নেয়া হয়েছে হেফাজতে। তার বিরুদ্ধে অবৈধভাবে অভিবাসনপ্রার্থীদের যুক্তরাষ্ট্রে ঢোকানোর অভিযোগ আনা হয়েছে। দীর্ঘদিন নজরদারিতে রাখার পর গোপন এ অভিযান চালায় কোস্টগার্ড।
Leave a reply