থুতুমাখা জুতা চাটতে বাধ্য করায় আত্মহত্যা

|

প্রকাশ্যে মানুষের সামনে জুতায় থুতু ফেলে চাটতে বাধ্য করায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন ৩৫ বছরের এক ব্যক্তি। অপমান সহ্য করতে না পেরে বাড়ি ফিরেই এই ঘটনা ঘটান তিনি। ভারতের মহারাষ্ট্র রাজ্যের দক্ষিণ মুম্বাইয়ের কাফে প্যারেড এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

পুলিশের বরাতে জানা যায়, গত শুক্রবার রাতে ওই এলাকার একটি বাজারে কাসিম শেখ নামের ওই ব্যক্তির ওপর চড়াও হয় চারজন। লোকজনের সামনেই তাকে মারধর করা হয়। এরপর এক হামলাকারী তার জুতোতে থুতু ফেলে কাসিমকে চাটতে বাধ্য করে। এক পর্যায়ে চার হামলাকারীর কবল থেকে নিজেকে মুক্ত করে বাড়িও ফিরে যান কাসিম। কিন্তু সইতে পারেননি অপমানের জ্বালা। শনিবার সকালে নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।

মারা যাওয়ার আগে রেখে গেছেন একটি সুইসাইড নোটও। সেই নোটের সূত্র ধরে আত্মহত্যার ঘটনায় ইসমাইল শেখ (৪৭), আকবর শেখ (৩৫), আফজল কুরেশি (৪৪) ও কারিয়া পাভসে (৪৫) নামের চার ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply