লকডাউন বিরোধী আন্দোলনে উত্তাল বেলজিয়ামের রাজধানী। রোববার ব্রাসেলসের স্থানীয় একটি পার্কে গণ-জমায়েত ছত্রভঙ্গে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে আয়োজন করা হয় এ বিক্ষোভের। যাতে অংশ নেন ২ হাজারের বেশি মানুষ। বেশিরভাগই পড়েনি মাস্ক; এমনকি শারীরিক দূরত্ব মানার বালাইও ছিলো না।
এসময় লকডাউন বিরোধী শ্লোগান দেন বিক্ষোভকারীরা। তাদের ছত্রভঙ্গে টিয়ার গ্যাস এবং জলকামান ব্যবহার করে পুলিশ। দু’পক্ষের সংঘাতে আহত হন বেশ কয়েকজন। নীতিমালা ভঙ্গের দায়ে আটক হন কমপক্ষে ২৫ আন্দোলনকারী।
এপ্রিলের ১ তারিখেও একইরকম বিক্ষোভ আয়োজন করে দলটি। তাদের অভিযোগ, মহামারির বিস্তাররোধের নামে ধ্বংসের দিকে যাচ্ছে অর্থনীতি।
Leave a reply