করোনার আক্রমণে বিধ্বস্ত সাকিবের কলকাতা;স্থগিত হয়েছে আজকের ম্যাচ

|

বেশ কিছুদিন হলোই করোনার আক্রমণে বিধ্বস্ত ভারত। প্রতিদিনই নতুন নতুন মৃত্যু ও আক্রান্তের রেকর্ড হচ্ছে ভারতে। এর মধ্যেই চলছে বিশ্বের সবচাইতে জাঁকজমক পূর্ণ ক্রিকেট লিগ আইপিএল। তবে বায়বাবলের মধ্যে থেকেও করোনায় আক্রন্ত হয়েছেন কলকাতা নাইট রাইডার্সের দুই ক্রিকেটার বরুন চক্রবর্তী ও সন্দিপ ওয়ারিয়ার।

কিন্তু এত সুরক্ষার মধ্য থেকেও ঠিক কিভাবে করোনায় আক্রান্ত হলেন তারা এই ব্যাপারটি নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে আইপিএল কতৃপক্ষের। বিভিন্ন সূত্র থেকে জানা যায় কয়েকদিন আগেই কলকাতার ক্রিকেটার বরুণ চক্রবর্তী কাধের ইনজুরির কারণে স্ক্যান করাতে হাসপাতালে গিয়েছিলেন সবাই ধারনা করছেন পরীক্ষা করতে গিয়েই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি। তবে সন্দিপ কিভাবে আক্রান্ত হলেন সেটা এখন জানা যায়নি।

আজ নরেন্দ মোদি স্টেডিয়ামে সাকিব আল হাসানের কলকাতার বিপক্ষে মাঠে নামার কথা ছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। কিন্তু কলকাতার দুই খেলোয়ার করোনা পজিটিভ হওয়ায় এই ম্যাচ বাতিল করা হয়েছে। তবে টুর্নামেন্টের ব্যাপারে এখন পর্যন্ত আইপিএল কর্তৃপক্ষ থেকে কোন সিদ্ধান্ত পাওয়া যায়নি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply