সমর্থকদের বিক্ষোভে স্থগিত হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার ইউনাইটেড-লিভারপুল ম্যাচ। ম্যাচ শুরুর নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর এক বিবৃতিতে ম্যাচটি স্থগিত হওয়ার কথা জানায় ম্যানচেস্টার ইউনাইটেড।
রোববার স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায় লিভারপুলকে আতিথ্য দেয়ার কথা ছিল রেড ডেভিলদের। তবে দুপুর একটার দিকে ওল্ড ট্রাফোর্ডে ঢুকে পড়ে প্রায় ২০০ সমর্থক। বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে, আতশবাজি জ্বালিয়ে ক্লাবের মালিকপক্ষ গ্লেজার্স পরিবারের বিরুদ্ধে বিক্ষোভ করেন তারা।
ম্যান ইউনাইটেডের টিম হোটেলের সামনেও ছিলো ভক্তদের বিক্ষোভ। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়। একাদশ ঘোষণা করলেও নির্ধারিত সময়ে স্টেডিয়ামে যেতে পারেনি কোনো দল। পরে ম্যাচটি স্থগিত করা হয়। লিগ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ম্যাচের নতুন সূচি ঠিক করা হবে।
Leave a reply