২১৩ আসনে জয় নিশ্চিত হয়েছে তৃণমূল কংগ্রেসের

|

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফলে ২১৩ আসনে জয় নিশ্চিত হয়েছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের। প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করা বিজেপি পেয়েছে ৭৭ আসন।

অবশ্য, নরেন্দ্র মোদি-অমিত শাহ’র মরিয়া চেষ্টার পরও এ ফলকে বিপর্যয় হিসেবেই দেখছে নেতা-কর্মীরা। রাজ্যের সাবেক দুই শাসক দল কংগ্রেস ও সিপিএম একটি আসনেও জয় পায়নি। ২৯৪ আসনের বিধানসভায় দুটি আসনে ভোট হয়নি। এর মধ্যেই গতবারের চেয়ে দুটি আসন বেশি পেয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দল।

মহামারির কারণে আনন্দ উৎসব করতে নিষেধ করেছে তৃণমূল। পরিস্থিতি স্বাভাবিক হলে ব্রিগেড ময়দানে বিশাল বিজয় মিছিলের ঘোষণাও দিয়েছে দলটি। তবে ফলাফলের রাতে কিছু জায়গায় ছোটখাটো সংঘাতের খবর মিলেছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply