মেক্সিকোয় মেট্রোরেল দুর্ঘটনায় কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। আহত আরও ৭০ জন। সোমবার রাজধানী মেক্সিকো সিটিতে হয় এ ঘটনা।
কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় রাত সাড়ে দশটার দিকে ধসে পড়ে মেট্রোরেলের ব্রিজের একাংশ। নিচে জনবহুল সড়কের ওপর পড়ে যায় ট্রেন। এ সময় পার্শ্ববর্তী আরেকটি ট্রেন লাইনচ্যুত হয়ে আঘাত করে স্টেশনে।
দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে ফায়ার সার্ভিস ও জরুরি বিভাগের সদস্যরা। ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছে একটি গাড়ি। আহতদের বেশ কয়েক জনের অবস্থা গুরুতর। তাই মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইউএইচ/
Leave a reply