একজন মাকে বাঁচাতে মানবিক সাহায্যের আবেদন

|

দুই বছর যাবৎ কিডনি জটিলতার ভুগছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খন্দকার রাকিবুল হকের মা। করাতে হচ্ছে নিয়মিত হেমোডায়ালাইসিস। তবে অবস্থার অবনতি হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী রাকিব তার মাকে কলকাতার মুকুন্দপুরে রবীন্দ্রনাথ ঠাকুর হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে ডা. প্রতীক দাসের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন আছেন তিনি। রাকিবুলের মাকে বাঁচাতে প্রয়োজন অতি দ্রুত কিডনি প্রতিস্থাপন করা। কিন্তু কিডনি প্রতিস্থাপনের জন্য প্রয়োজন ২২ লাখ টাকা। রাকিবের পরিবারের অর্থনৈতিক অবস্থা তেমন স্বচ্ছল নয়। পৈতৃক সম্পত্তি বিক্রিসহ বাড়ি বন্ধক রেখে সব মিলিয়ে জমা হয়েছে ১০ লাখ টাকা। তার পক্ষে আর বাকি টাকা কোনোভাবেই জোগাড় করা সম্ভব নয়। তাই তিনি মায়ের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবার অনুরোধ করেছেন সমাজের হৃদয়বান ও বিত্তশালী মানুষের প্রতি।

নাট্য নির্দেশক হিসেবে ২০১৯ সালে জাতীয় নাট্যশালায় বাংলাদেশ গ্রাম থিয়েটার উৎসবে তার নির্দেশিত ও  সেলিম আল দীন রচিত নাটক  ‘নিমজ্জন’ মঞ্চস্থ হয়। একই সালে ‘আগুনপাখি’ নাটক মঞ্চস্থ হয়েছে কলকাতার আন্তর্জাতিক নাট্য উৎসবে। এছাড়াও সে চাকা ও রঙমহাল নাটক নির্দেশনা দিয়েছে, অভিনয় করেছে অসংখ্য নাটকে।

সাহায্য পাঠানোর ঠিকানা:
রাকিবের বাবার ইসলামী ব্যাংক একাউন্ট নম্বর-
Khondokar Masudul Hoque

Savings Account No: 20502130201670614

(বিশেষ প্রয়োজনে রাউটিং নাম্বার: 125272689,  SWIFT CODE: IBBLBDD213) 

Head Office, Islami Bank.

রকেট- ০১৬৪২৫৬২৪৬৯৯ (রাসেল, জাবি)
বিকাশ, নগদ- ০১৭৫৪৩৭১৫১৯ (রাসেল, জাবি),
বিকাশ, নগদ- ০১৭১২১২৭৭৪৭ (আশিক, জাবি),
বিকাশ, নগদ- ০১৭৫৮৯৯৩৯৪৮ (মিথুন হোসাইন, ফরিদপুর)

রাকিবের ভারতীয় নম্বর: +৯১৮৭৬৮৩৯৩১০২,
হোয়াটসঅ্যাপ নম্বর: +৮৮০১৭৪৫৮৩৭৮০৭
বিশেষ প্রয়োজনে: +৮৮০১৭৫৪৩৭১৫১৯,
Email: [email protected]


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply