রংপুর ও সিলেটে প্রতিষ্ঠা হচ্ছে শ্রম আদালত: শ্রম প্রতিমন্ত্রী

|

সরকার রংপুর ও সিলেটে নতুন করে দুটি শ্রম আদালত প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক।

বুধবার সকালে সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টারি প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা বলেন তিনি। জানান, সরকার শ্রমিকবান্ধব পরিবেশ নিশ্চিত করতে শ্রম আইন সংশোধন করেছে।

এছাড়া ইপিজেডের জন্য আলাদা শ্রম আইনের খসড়া আন্তর্জাতিক শ্রম সংস্থা-আইএলও’তে পাঠানো হয়েছে। পাশাপাশি আইএলও থেকে পাঠানো পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষা করে জুনের সংসদ অধিবেশনে উত্থাপন করা হবে বলেও জানান মুজিবুল হক।

যমুনা অনলাইন: এএস/টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply