একদিনে সর্বোচ্চ এবং রেকর্ড সংখ্যক শনাক্ত দেখলো- ভারত। বুধবার ৪ লাখ ১৩ হাজারের কাছাকাছি মানুষের দেহে মিলেছে করোনাভাইরাস।
গেলো ৩০ এপ্রিল প্রথম দেশ হিসেবে ভারতে সংক্রমণ ৪ লাখের ঘর অতিক্রম করেছিলো। বুধবারই দেশটি প্রায় চার হাজারের কাছাকাছি মৃত্যু দেখলো। ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৮২ জনের মৃত্যু লিপিবদ্ধ করা হয়।
এ তালিকায় সবার শীর্ষে মহারাষ্ট্র। রাজ্যটিতে রেকর্ড ৯২০ জন মারা গেছে একদিনে। ৭ হাজারের বেশি মানুষের দেহে মিলেছে কোভিড। রাজধানী দিল্লিতেও দিনে ৪শ’র বেশি মৃত্যু হয়েছে করোনায়; শনাক্ত ১৮ হাজারের বেশি।
এরইমাঝে কেন্দ্রীয় সরকারকে অক্সিজেন সরবরাহ বিলম্বের কারণ দর্শানোর নোটিশ দিলেন নয়াদিল্লি হাইকোর্ট। দেশটির মোট সংক্রমণের প্রায় ৮০ ভাগই ঘটছে ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত এলাকায়। ভারতে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে দু’লাখ ৩০ হাজার।
Leave a reply