বিশ্বের প্রথম দেশ হিসেবে ১২ থেকে ১৫ বছর বয়সীদের ‘ফাইজারের’ ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন দিলো কানাডা। বুধবার আসে এ ঘোষণা।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১২-১৫ বছর বয়সীদের ওপর চালানো তৃতীয় ট্রায়ালে সফলতা মিলেছে। এ বয়সীদের জন্য টিকাটি কার্যকর ও নিরাপদ প্রমাণিত হওয়ার পরই প্রয়োগের অনুমোদন দেন গবেষকরা।
আগামী সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে ভ্যাকসিন প্রয়োগের ঘোষণাও দিয়েছে দেশটির আলবার্তা রাজ্য।
এর আগে, ১৬ বছরের বেশি বয়সীদের ওপর ফাইজারের টিকা প্রয়োগের অনুমতি দিয়েছিলো জাস্টিন ট্রুডো সরকার। কানাডায় ১২ লাখের বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। যাদের মধ্যে, ২০ শতাংশই শিশু-কিশোর। সেই তুলনায় দেশটির মাত্র ৩৪ ভাগ মানুষ পেয়েছেন প্রথম ডোজ টিকা।
Leave a reply