যুক্তরাষ্ট্রে ২০২০ সালে শিশু জন্মহার ৪ শতাংশ পর্যন্ত কমেছে। যা দেশটির ৪১ বছরের ইতিহাসে রেকর্ড।
দেশটির রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রক কেন্দ্র- সিডিসি’র তথ্য অনুসারে, মহামারি চলাকালে জন্মগ্রহণ করেছে ৩৬ লাখ শিশু। যা গেলো বছরের তুলনায় ৪ ভাগ নিম্নমুখী। দেশটিতে বসবাসরত প্রাপ্তবয়স্ক নারীদের মধ্যে চালানো জরিপে দেখা যায়, হাজারের মধ্যে ৫৬ জন ছিলেন অন্ত্বসত্ত্বা।
গবেষণা আরও বলছে- গেলো বছর যুক্তরাষ্ট্রের এশীয় বংশোদ্ভুত নারীদের মধ্যে সর্বনিম্ন দেখা গেছে সন্তান জন্মদানের প্রবণতা। এরপরই রয়েছেন বাদবাকি অশ্বেতাঙ্গরা। তবে শ্বেতাঙ্গ মার্কিনীদের মধ্যে ৪ শতাংশ কমেছে শিশু জন্মদানের হার। মহামারি চলাকালে অন্যান্য চিকিৎসাসেবার ওপর নজর কম ছিলো- এ বিষয়টিকেই মূল কারণ হিসেবে চিহ্নিত করছেন গবেষকরা।
Leave a reply