স্টাফ রিপোর্টার, নেত্রকোণা:
স্ত্রীকে আনতে গিয়ে মারপিটের শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন হামিদুর রহমান (২৮) নামে এক বিজিবি সদস্য।
বুধবার (৫ মে) দুপুরে নেত্রকোণা জেলার কেন্দুয়া পৌরশহরের টেংগুরী এলাকায় এ ঘটনাটি ঘটে।
আহত বিজিবি সদস্য স্থানীয় লোকজনের সহায়তায় প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হন, পরে অবস্থা গুরুতর হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। ঘটনার দিন বিকেলে আহত হামিদুর রহমান বাদী হয়ে শ্বশুর, শাশুড়ি, শ্যালক ও শ্যালিকার বিরুদ্ধে কেন্দুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
কেন্দুয়া থানার ওসি কাজী শাহ নেওয়াজ অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। অচিরেই ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
হামিদুর রহমানের বড় ভাই আবুল কাশেম খান জানান, গত তিন বছর পূর্বে কেন্দুয়া পৌরশহরের টেংগুরী এলাকার বাসিন্দা মহিউদ্দিন সরকারের মেয়ে মাকসুদা সরকারকে বিয়ে করেন হামিদুর। এক মাস আগে স্ত্রীকে শ্বশুরবাড়িতে রেখে কর্মস্থলে যান তিনি। গত বুধবার দুপুরে স্ত্রীকে আনতে শ্বশুরবাড়িতে গেলে এ ঘটনা ঘটে।
তিনি বলেন, স্ত্রী মাকসুদা স্বামীর সাথে আসতে প্রস্তুত হলেও বাধা দেয় তার পরিবারের অন্যান্য সদস্যরা। বাদানুবাদের এক পর্যায়ে শ্বশুরবাড়ির লোকজন হামিদুরের ওপর চড়াও হয় এবং তাকে মারধর করে আহত করে।
Leave a reply