খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করার আবেদন পেয়েছে আইন মন্ত্রণালয়

|

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করার আবেদন পেয়েছে আইন মন্ত্রণালয়। পর্যালোচনা করে দ্রুত সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।

মির্জা ফখরুলের আশা মানবিক দিক বিবেচনায় সরকার বিদেশ নেয়ার অনুমতি দেবেন।

সোমবার মধ্যরাত থেকেই গুঞ্জন শোনা যায়, অনুমতি পেলে বিদেশ নেয়া হবে বিএনপি চেয়ারপারসকে। এরপর খালেদা জিয়ার পরিবার তাকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করে। আবেদনটি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যান তার ছোট ভাই শামীম ইস্কান্দার।

গত ১০ এপ্রিল করোনা আক্রান্ত হন বিএনপি চেয়ারপারসন। ২৭ এপ্রিল দ্বিতীয় দফা সিটিস্ক্যান করানোর পর হাসপাতালে ভর্তি হন তিনি।

এদিকে, আজ দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম জানান, খালেদা জিয়া করোনায় আক্রান্তের পর বয়সের কারণে বেশ কিছু স্বাস্থ্যগত জটিলতার সৃষ্টি হচ্ছে। এরপর থেকেই দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি নানা মহলে উৎকণ্ঠা বাড়তে থাকে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply