মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটে স্পিডবোট দুর্ঘটনায় ২৬ জন নিহতের ঘটনার বেরিয়ে এলো নতুন তথ্য। ডোপ টেস্টে স্পিডবোট চালক মাদকাসক্ত ছিল বলে জানিয়েছেন শিবচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শশাঙ্ক চন্দ্র ঘোষ।
বুধবার গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি। স্পিডবোট চালক মো. শাহ আলমের (৩১) ইয়াবা ও গাজা সেবনের আলামত মিলেছে বলেও নিশ্চিত করেছেন এই স্বাস্থ্য কর্মকর্তা। তিনি জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় আমরা ওই চালকের ডোপ টেস্ট করাই। টেস্টে তার ইউরিন থেকে মারিজুয়ানা জাতীয় মাদকের উপস্থিতি পাওয়া যায়।
তিনি আরও জানান, নিয়মিত মাদক গ্রহণের ফলে স্পিডবোট চালক মাদকাসক্ত থাকতেন। এর ফলে এত বড় ধরণের ও হৃদয়বিদারক একটি দুর্ঘটনা ঘটলো।
উল্লেখ্য, সোমবার ভোরে ঘাটে নোঙর করে রাখা বালুবোঝাই বাল্কহেডের সাথে শিমুলিয়া থেকে আসা একটি দ্রুতগতির স্পিডবোটের ধাক্কা লাগলে ঘটনাস্থলেই ২৬ জনের মৃত্যু হয়। এ ঘটনায় জেলা প্রশাসন ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে পৃথক দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
Leave a reply