নাটোরে ভুট্টাক্ষেত থেকে শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

|

স্টাফ রিপোর্টার:

নাটোরের গুরুদাসপুর থেকে মো. মহিবুল্লাহ নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মহিবুল্লাহ পার্শ্ববর্তী সিংড়া উপজেলার গোটিয়া মহিষমারী গ্রামের পল্লী চিকিৎসক ইসাহাক আলীর ছেলে।

বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার ভিটাপাড়া গ্রামের এক ভুট্টাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, প্রায় ১৫ দিন আগে শিশু মহিবুল্লাহ মায়ের সাথে তার নানাবাড়ি বেড়াতে যায়। বৃহস্পতিবার বিকেলে শিশুটি স্মার্টফোন নিয়ে কার্টুন দেখতে দেখতে বাড়ির বাইরে যায়। সন্ধ্যার পরও বাড়িতে না ফেরায় স্বজনরা তাকে খোঁজাখুঁজি শুরু করে।

শিশুটির সন্ধান চেয়ে এলাকায় মাইকিংও করা হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে রাত সাড়ে আটটার দিকে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে এক ভুট্টাক্ষেতে মহিবুল্লাহ’র গলাকাটা মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা শত্রুতাবশত অথবা শিশুটির হাতে থাকা স্মাটফোনটি হাতিয়ে নিতে কেউ শিশুটিকে গলাকেটে হত্যা করেছে। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply