গোয়া ও পশ্চিমবঙ্গে লাফিয়ে বাড়ছে সংক্রমণ; নতুন বিশ্বরেকর্ড ভারতের

|

গোয়া ও পশ্চিমবঙ্গে লাফিয়ে বাড়ছে সংক্রমণ; নতুন বিশ্বরেকর্ড ভারতের

দিনে রেকর্ড সংক্রমণ দেখলো ভারত। ২৪ ঘণ্টায় দেশটির ৪ লাখ ১৫ হাজারের মতো মানুষের দেহে মিললো- ভাইরাসটি। যা করোনা মহামারির ইতিহাসে বিশ্বরেকর্ড।

দেশটির গবেষকরা বলছেন, গেলো দু’সপ্তাহের পর্যবেক্ষণ অনুসারে ভাইরাসটি সবচেয়ে ৪১ শতাংশ পর্যন্ত সক্রিয় পর্যটন নগরী- গোয়ায়। সেখানে দ্রুত বিস্তারলাভ করছে করোনা। এরপরই রয়েছে নয়াদিল্লি। রাজধানীতে ২১ শতাংশ পর্যন্ত সক্রিয় ভাইরাসটি।

বৃহস্পতিবারই ভারতের সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, জরুরি ভিত্তিতে দিল্লিকে ৭০০ টন অক্সিজেন সরবরাহ করতেই হবে কেন্দ্রীয় সরকারকে। তালিকার তৃতীয় অবস্থানে পশ্চিমবঙ্গ।

গবেষকরা বলছেন, রাজ্যটিতে মাত্র শেষ হওয়া বিধানসভা নির্বাচনের কারণেই দ্রুত ছড়িয়েছে ভ্যারিয়েন্টগুলো। ২৪ ঘণ্টায়ও দেশটিতে ৩ হাজার ৯২০ জনের মৃত্যু হয়েছে করোনায়। মোট প্রাণহানি দু’লাখ ৩৪ হাজার ছাড়ালো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply