কুষ্টিয়ায় সেপটিক ট্যাংকে কাজ করার সময় দুইজনের মৃত্যু

|

কুষ্টিয়া শহরতলীর জুগিয়া পালপাড়ায় বোনের বাড়ির সেপটিক ট্যাংকে নির্মাণ কাজ করার সময় ভাইসহ দুই শ্রমিকর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, নির্মাণ শ্রমিক সাদেক বাচ্চু (৪০) ও তার হেলপার মানিক হোসেন (৩২)।

মিরপুর উপজেলার পশ্চিম গোবিন্দপুর গ্রামের সামেদ মল্লিকের ছেলে মিস্ত্রী সাদেক বাচ্চু কয়েকজন সহকর্মী নিয়ে গত ১০/১২ দিন আগে জুগিয়া পালপাড়ায় নিজের বোনের বাড়ির সেপটিক ট্যাংকের ঢালায় দিতে যান। আজ সকালে পশ্চিম গোবিন্দপুরের বিভাগ গ্রামের মানিককে সাথে নিয়ে সেপটিক ট্যাংকের সাটারিং খুলতে বোন ও ভগ্নীপতি আমিরুল ইসলামের বাড়িতে আসেন। ঢালায়ের সুবিধার্থে দেয়া বাঁশখুঁটির সাটারিং খোলার জন্য প্রথমে সেপটিক ট্যাংকের ভেতরে নামেন হেলপার মানিক। মানিক কোনো সাড়াশব্দ না করলে মিস্ত্রী সাদেক বাচ্চুও ভেতরে নামেন। এরপর তারও কোনো সাড়া শব্দ না পেয়ে স্থানীয়দের খবর দেন ভগ্নীপতি আমিরুল। স্থানীয়রা এসে তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়। সেখানেই ডাক্তার দুজনকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির বলেন, বৃষ্টিবাদলের কারণে বাড়ির লোকজন সেপটিক ট্যাংক বন্ধ রেখেছিল। দীর্ঘ সময় বন্ধ থাকায় সেখানে এক ধরনের গ্যাসের সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে গ্যাস আর অক্সিজেন সংকটের কারণে তাদের মৃত্যু হতে পারে। ময়নাতদন্ত রিপোর্ট এলেই বিষয়টি পরিষ্কার হবে। নিহতদের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply