মানিকগঞ্জ প্রতিনিধি:
ভ্যাকসিন নিলে আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং মৃত্যুঝুঁকি কমে যাবে। ভ্যাকসিন আমাদের এই প্রটেকশনটুকু দিয়ে থাকে, এতোটুকু সুরক্ষা আমরা পাই। শুক্রবার বিকেলে মানিকগঞ্জে ঈদ-উল-ফিতর এবং করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, তবে ভ্যাকসিন নিলেই করোনা হবে না, এটা ভুল ধারণা। যারা করোনা ভ্যাকসিন নিয়েছে তারাও করোনায় আক্রান্ত হতে পারে, বলেও সাবধান করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সালাম ও পৌর মেয়র রমজান আলীসহ উপস্থিত ছিলেন আরও অনেকে।
পরে প্রধান অতিথির বক্তব্য শেষে মানিকগঞ্জ পৌরসভা, সদর ও সাটুরিয়া উপজেলার দুই হাজার মানুষের মধ্যে চাল, ডাল, তেল ও পেঁয়াজের দশ কেজির একটি করে প্যাকেট বিতরণ করেন মন্ত্রী।
Leave a reply