জরুরি ভিত্তিতে দু-একটি ফেরি ছাড়লেই হুড়মুড় করে উঠছে মানুষ

|

মানুষের চলাচল নিয়ন্ত্রণে ঘাটগুলো থেকে বন্ধ আছে ফেরি চলাচল। জরুরি ভিত্তিতে কেবল অ্যাম্বুলেন্স আর লাশবাহী গাড়ি নিয়ে ছাড়ছে দু-একটি ফেরি। সেগুলোতেই হুড়মুড় করে উঠে নদী পার হয়েছেন শত শত মানুষ।

রোববার সকাল থেকেই ঘরমুখো মানুষ ভিড় করে পাটুরিয়া ঘাটে। তবে গতকালের তুলনায় চাপ কম আজ। সকাল ৯টা নাগাদ অ্যাম্বুলেন্স ও জরুরি যান পারাপারের জন্য রাখা একটি ফেরি চালু করলে তাতে উঠে পড়েন অপেক্ষারত যাত্রীরা। এখন ঘাট অনেকটাই ফাঁকা।

সকাল থেকে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। এছাড়া ঘাটে একটি ও ঢাকা-আরিচা মহাসড়কের দু’টি পয়েন্টে যানবাহন নিয়ন্ত্রণে বিজিবি চেকপোস্ট বসার কথা রয়েছে।

মানিকগঞ্জের জেলা প্রশাসক জানিয়েছেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে পুলিশ ও ম্যাজিস্ট্রেটের পাশাপাশি বিজিবি মোতায়েন করে আরও কঠোরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply