পবিত্র লাইলাতুল কদর আজ। মুসলমানদের কাছে মহিমান্বিত একটি রাত। বছর ঘুরে আবারও মুসলমানদের কাছে ফিরে এসেছে সৌভাগ্যের এই রজনী।
হাদীস অনুযায়ী রমজানের শেষ দশ দিনের যেকোন বেজোড় রাতই লাইলাতুল কদর হতে পারে। তবে, অধিকাংশ মাজহাবের মতে রমজানের ২৬ তারিখ দিবাগত রাতই শবে-কদর।
সারা বিশ্বের মুসলমানদের কাছে সওয়াব হাসিল ও গুনাহ মাফের রাত হিসেবে শবে কদরের ফজিলত অতুলনীয়। এই রাতেই মানুষের জীবন বিধান মহাগ্রন্থ আল কোরআন নাজিল শুরু হয়।
বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও মুসলমানরা নফল নামাজ, কোরআন তেলাওয়াত ও নানা ইবাদত বন্দেগির মধ্য দিয়ে কাটাবেন রাতটি।
Leave a reply