খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়িতে করোনার টিকার মজুদ শেষ হওয়ায় টিকা প্রদান কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
রোববার সকাল থেকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালসহ অন্য সকল কেন্দ্রে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, খাগড়াছড়িতে ১ম ডোজে ৩০ হাজার ২ শ’ ৩২ জন করোনার টিকার প্রথম ডোজ গ্রহণ করেছে। দ্বিতীয় ডোজে ১৭ হাজার ৮ শ’ ১৭ জন টিকার আওতায় এসেছে। টিকার মজুদ শেষ হয়ে যাওয়ায় অনির্দিষ্টকালের জন্য এ কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
খাগড়াছড়ি জেলায় এখন পর্যন্ত ৮ শ’ ৮৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়ে উঠেছেন ৮ শ’ ৪৪ জন। মৃত্যুবরণ করেছে ৮ জন।
Leave a reply